আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্নঃ আসসালামুয়ালাইকুম। আমাদের দেশের বাথরুম বলতে আমরা সাধারনত বুঝি যে,যেখানে একই সাথে গোসল, পেশাব, পায়খানা করা যায়। আমার প্রশ্নটি হচ্ছে বাথরুমে তো জিকির করা যাবে না।
তাহলে যখন আমরা বাথরুমে অযু করবো তখন কি অযুর দোআ করব কিনা? অযু করার সময় প্রতি অঙ্গ ধোবার সময় কালেমায়ে শাহাদাৎ পড়া যাবে কিনা?
উত্তর যদি বাথরুমের ভিতর টয়লেট তথা পায়খানা করার কমোড ও অযু করার ট্যাপের মাঝখানে কোন দেয়াল থাকে, তাহলে অযুর দুআ ও অন্যান্য দুআ অযুর সময় পড়া যাবে।
কিন্তু যদি মা কমোড ও অযু করার ট্যাপের মাঝে কোন দেয়াল না থাকে, তাহলে দুআ পড়া যাবে না।
আর বর্তমানের এটাচট বাথরুমগুলোতে মাঝখানে সাধারণত দেয়াল থাকে না, তাই এসব বাথরুমে অযু করার সময় মুখে উচ্চারণ করে দুআ করা যাবে না।
তবে মুখে উচ্চারণ না করে মনে মনে করা যাবে।
“ويدخل الخلاء” – ممدودا – المتوضأ والمراد بيت التغوط “برجله اليسرى” ابتداء مستور الرأس استحبابا تكرمة لليمنى لأنه مستقذر يحضره الشيطان “و” لهذا “يستعيذ” أي يعتصم “بالله من الشيطان الرجيم قبل دخوله” وقبل كشف عورته الخ
قوله: “قبل دخوله” الأولى التفصيل وهو إن كان المكان معدا لذلك يقول قبل الدخول وإن كان غير معد له كالصحراء ففي أو إن الشروع كتشمه الثياب مثلا قبل كشف العورة وإن نسي ذلك أتى به في نفسه لا بلسانه (حاشية الطحطاوى على مراقى الفلاح-51)
(قَوْلُهُ: إلَّا حَالَ انْكِشَافٍ إلَخْ) الظَّاهِرُ أَنَّ الْمُرَادَ أَنَّهُ يُسَمِّي قَبْلَ رَفْعِ ثِيَابِهِ إنْ كَانَ فِي غَيْرِ الْمَكَانِ الْمُعَدِّ لِقَضَاءِ الْحَاجَةِ، وَإِلَّا فَقَبْلَ دُخُولِهِ، فَلَوْ نَسِيَ فِيهِمَا سَمَّى بِقَلْبِهِ، وَلَا يُحَرِّكُ لِسَانَهُ تَعْظِيمًا لِاسْمِ اللَّهِ تَعَالَى (رد المحتار، كتاب الطهارة، باب سنن الوضوء-1/227)
উত্তর লিখনে-
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
-এটি