হামযাহ আল মাহদী।। সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল-শেখ বলেছেন, রমজান মাসে ৯৪ টি দেশকে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এর উপহার পাঠাতে সব ধরণের প্রস্তুতি চলছে।
আল আরাবিয়ার সূত্রে জানা যায়, তিনি বলেন, বিশ্বের অভাবি দেশগুলোর তালিকা তৈরি করা হয়েছে। বাদশাহর রাজকীয় উপহার থেকে উপকৃত হবেন দশ লাখেরও বেশি মানুষ।
ডা. আব্দুল লতিফ আল-শেখ আরো বলেছেন, বিশ্বের যে দেশগুলোতে রাজকীয় উপহাড় পাঠানো হবে, করোনায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই পাঠানো ও বিতরণ করা হবে।
সৌদি আরবের আল-আহসা কমিশনারেটের খেজুর কারখানাতে রাজকীয় উপহার অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সেখানেই খেজুর প্যাকিং ও স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়।
সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সহযোগিতায় মোবাইল কোল্ড স্টোরেজের মাধ্যমে পাঠানো হবে৷ এই খেজুরগুলি ৯৫টি দেশের সৌদি দূতাবাস, কনস্যুলেট, মাদরাসা ও ইসলামিক সেন্টারের মাধ্যমে বিতরণ করা হবে। সূত্র: আল-আরাবিয়া
-এটি