আদিয়াত হাসান: উত্তর-পশ্চিম ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের নিউজ সংগ্রহ করার সময় রোববার গভীর রাতে এক সাংবাদিক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দেশটির হাজ্জাহ গভর্নরেটের হারাদ জেলায় কর্তব্যরত অবস্থায় মেরভান ইউসুফ নামের এই সাংবাদিক মারা যান।
এদিকে ইয়েমেনের তথ্য উপমন্ত্রী আব্দুল বাসিত আল-কাইদি ইউসুফের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে এ ঘটনায় হুথিরা এখনো কোনো মন্তব্য করেনি।
ইয়েমেনের সেনাবাহিনী শনিবার জানিয়েছিল, দেশটির হারাদ জেলায় হাউথিদের সাথে সংঘর্ষের অংশ হিসাবে সেনা বাহিনী কর্তৃক ঘিরে রাখা হয়েছে।
হাউথিদের দ্বারা নিয়ন্ত্রিত ‘হারাদ’ ভৌগলিক কারণে ইয়েমেনের অন্যতম কৌশলগত জেলা। এছাড়াও জেলাটিতে সৌদি কর্তৃক পরিচালিত একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর রয়েছে।
প্রসঙ্গত, ইরান সমন্বিত বিদ্রোহীরা রাজধানী সানাসহ ইয়েমেনের বেশিরভাগ অংশ দখল করার এক বছর পর সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে লড়াই করছে।
দীর্ঘ সাত বছরের এই সংঘাত বিশ্বের সবচেয়ে খারাপ মানবসৃষ্ট মানবিক সংকটগুলির একটি তৈরি করেছে, যেখানে দেশের প্রায় ৮০% বা প্রায় ৩০ মিলিয়ন মানুষের মানবিক সহায়তা এবং সুরক্ষার প্রয়োজন রয়েছে৷ জাতিসংঘের হিসেব অনুযায়ী, ইয়েমেনের ১৩ মিলিয়নেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। সূত্র- আনাদুলু এজেন্সি।
-কেএল