আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য, বিদগ্ধ উসূলবিদ ও ফকীহ আল্লামা ডক্টর ইয়াকুব আল-বাহোছাইন গত রাতে সৌদির রাজধানী রিয়াদে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।
শাইখ ইয়াকুব আল-বাহোছাইন ১৯২৮ সালের দিকে ইরাকে জন্ম গ্রহণ করেন। ১৯৭২ সালে আল আজহার থেকে ডক্টোরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ইরাকের বসরা বিশ্ববিদ্যালয় এবং রিয়াদের আল-ইমাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন।
১৪২৪ হিজরি/২০০৫ ইসায়ি সনে কাওয়াদের ফিকহিয়্যা (ফিকহী নীতিমালা) -এর উপর গবেষণা ক্ষেত্রে অনবদ্য অবদান রাখার জন্য কিং ফয়সাল ফাউন্ডেশন তাঁকে এবং শাইখ ডক্টর আলী আহমদ নদভীকে যৌথভাবে কিং ফয়সাল এওয়ার্ড প্রদান করা হয়।
ইসূলুল ফিকহ ও কাওয়াদ ফিকহিয়্যা বিষয়ক শাইখের গ্রন্থাবলি বর্তমান সময়ের যে কোনো গবেষক বা তালিবে ইলমের জন্য অমূল্য রত্ন।
আল্লাহ তায়ালা শায়খের সকল প্রচেষ্টা কবুল করুন। ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের সুউচ্চ মকাম দান করুন। আমীন। সূত্র: হারামাইন শরিফাইন পেজ
-এটি