আওয়ার ইসলাম ডেস্ক: একজন জানতে চেয়েছেন, শুনেছি হাদিসে নাকি আছে পৃথিবী একটি ষাড়ের শিং এর উপর। পৃথিবী কি সত্যিই ষাড়ের শিং এর উপর? এ বিষয়ে জানালে কৃতার্থ হবো।
উত্তর-
এ সংক্রান্ত বর্ণনাটি হল,
إن الأرض على صخرة، والصخرة على قرن ثور، فإذا حرك الثور قرنه تحركت الصخرة، تتحركت الأرض، وهى الزلزلة
অর্থাৎ পৃথিবী একটি পাথরের উপর। পাথরটি একটি ষাড়ের শিং এর উপর। যখন বলদ শিং হেলায় তখন পাথর নড়ে উঠে, সাথে সাথে পৃথিবীও প্রকম্পিত হয়। আর এটিই ভূমিকম্প।
এটাকে অনেকে হাদীস মনে করে থাকে। বাস্তবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নয়। হাদীসে নববীর সাথে এর কোন ন্যুনতম সম্পর্ক নেই।
ইবনুল কায়্যিম রহঃ এবং ইমাম আবূ হাইয়্যান রহঃ প্রমূখ হাদীস বিশারদগণ একে অবাস্তব ও জাল বলেছেন। [আলমানারুল মুনীফ-৭৮, আলইসরাঈলিয়্যাত ওয়ালমাওযূআত-৩০৫]। সূত্র আহলে হক মিডিয়া।
-কেএল