বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আহমদিদের উপাসনালয়ের মিনার ভেঙ্গে কালেমা সরিয়ে দেয়ার নির্দেশ ইন্দোনেশিয়ান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

ইন্দোনেশিয়া সরকার পুলিশের সহায়তায় কাদিয়ানিদের উপাসনালয়ের মিনার ভেঙে সে ভবন থেকে কালেমা সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে।

ইন্দোনেশিয়ার কয়েকটি পত্রিকার বরাতে জানা যায়, গত মাসের শেষের দিকে এ আদেশ জারি করে দেশটির সরকার। এদিকে আহমদিয়া কাদিয়ানিদের ইন্দোনেশিয়ান পত্রিকা রেলিজন অবজার্বারে তাদের কয়েকটি উপসালয় ভেঙ্গে ফেলার কথা বলে। সেখানে লেখা হয়, কয়েকজন পুলিশ অফিসার উপাসনালয় -মিফতাহুল হুদায় এসে ভবনের সামনে লেখা কলেমা সরিয়ে ফেলে। তাদের মিনারটিও ভেঙ্গে ফেলে। বিশ্বের কয়েকটি মুসলিম দেশের মত তাদের অমুসলিম মনে করে এ ঘোষণা দিয়েছে।

এদিকে ছবিতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশের কাদিয়ানিদের উপসানালয়ের সামনে থেকে কালিমা মুছে ফেলছে। মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন সিন্টাং জেলার প্রধান জারোট উইনার্নো বালাই।

এ বিষয়ে পুলিশ কে জিজ্ঞেস করা হলে জানায়, এ আহমদিয়া কাদিয়ানিদের উপাসনার স্থানটির কোনও অনুমতি নেই। এটি একটি অনুমতিহীন বিল্ডিং। তাদেরকে ১৪ দিন সময় দেয়া হয়েছিলো। তারা সেখান থেকে মিনার আর কালিমা সরায়নি।

জানা যায়, ইন্দোনেশিয়ার এ এলাকায় ২০০৪ সালে ২০টি পরিবারের সমন্বয়ে কাদিয়ানি জামায়াতের লোকজন বসবাস শুরু করে। এরপর থেকে তারা তাদের ভ্রান্ত মতবাদ প্রচার করতে থাকে আশপাশের এলাকায়। এই মসজিদটি ২০০৭ সালে নির্মিত হয়েছিল। পুলিশ গত বছরের ১৪ আগস্ট এই মসজিদটি সিল করে দিয়েছিল। সূত্র: ইন্দোনেশিয়ান রিলিজন অবজার্বার নিউজ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ