বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আফগানিস্তানে তুষারধসে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তান থেকে পাকিস্তানের একটি দূরবর্তী পাহাড়ী গিরিপথ অতিক্রম করার সময় তুষারধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। তালেবান কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

পূর্ব কুনার প্রদেশের তথ্যবিভাগের প্রধান নাজিবুল্লাহ হাসান আবদাল এএফপিকে বলেন, উদ্ধারকর্মীরা এখনো তুষারধসের ঘটনাস্থলে অনুসন্ধান করছেন। ইতোমধ্যে ১৯টি লাশ উদ্ধার করা হয়েছে।

আগস্ট মাসে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত জুড়ে অবৈধ যানবাহন বেড়েছে, হাজার হাজার মানুষ বেকার হয়ে দেশটিকে একটি গুরুতর সংকটে ফেলেছে।

পাকিস্তান পুরো ২ হাজার ৬৭০ কিলোমিটার (১ হাজারা ৬৬০ মাইল) সীমান্তজুড়ে বেড়া দেওয়ার চেষ্টা করছে। তালেবান কর্তৃপক্ষ বলেছে, যারা অবৈধভাবে পাকিস্তান যেতে চেয়েছিলেন তারাই হতাহত হয়েছে।

উল্লেখ্য, ব্যবসায়ী এবং চোরাচালানকারীরা বহু শতাব্দী ধরে অঞ্চলগুলো অতিক্রম করার জন্য এবং কর ফাঁকি দিতে দূরবর্তী আঁকাবাকা পার্বত্য গিরিপথ ব্যবহার করেছে। তবে মারাত্মক তুষারপাত এই এলাকায় সাধারণত ঘটনা। ২০১৫ সালে বিধ্বংসী ধারাবাহিক তুষারপাতে সারা দেশে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ