বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মেক্সিকোয় দুই দল সন্ত্রাসীর সংঘর্ষ, নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেক্সিকোয় দুই দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশটির জাকাতিকাস রাজ্যে এই ঘটনা ঘটে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সহিংসতা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্স’র।

রাজ্য প্রশাসন জানায়, আলাদা দু’টি জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মাসেই রাজ্যটির একটি ঐতিহাসিক কেন্দ্রের একটি গাড়ির ভেতর থেকে বেওয়ারিশ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

মেক্সিকোতে সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে সংঘাতে প্রায়ই প্রাণহানি ঘটে। দেশটিতে ২০২১ সালে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, জাকাতিকাস রাজ্যে ২০২১ সালে ১০৫০ টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ২০০ বেশি৷

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ