আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার এক বিবৃতিতে মাহাথিরের দপ্তর থেকে তার হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতির খবর জানানো হয়।
৯৬ বছর বয়সী মাহাথিরকে গত ২২ জানুয়ারি মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
গত বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফিজিওথেরাপি ও চিকিৎসার জন্য শুক্রবার বিকেলে তাকে আবারও হাসপাতালে যেতে হয়। বাড়িতে ফেরার অনুমতি মিললেও আপাতত দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথির এক ভিডিও বার্তায় বলেন, ‘তিনি সেরে উঠছেন। তবে পুরোপুরি সুস্থ নন।’ ওই ভিডিওতে তাকে খুবই ধীরে ধীরে হাঁটতে দেখা যায়।
-এএ