বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

হাসপাতালের পরিচালক পদে নারী কর্মকর্তাকে নিয়োগ দিলো তালেবান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি কাবুলের একটি হাসপাতালের পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত এক নারী কর্মকর্তা বলেছেন, তালিবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারে নারীর অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

সম্প্রতি কাবুলের বিশেষায়িত ‘মালালি’ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পান বিশেষজ্ঞ চিকিৎসক মালালি রহিম ফয়েজি। তিনি তালিবানের পক্ষ থেকে নিয়োগ পাওয়া প্রথম কোনো নারী কর্মকর্তা। প্রসূতি বিষয়ক হাসপাতালটির দায়িত্ব বুঝে পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, তালিবান ধীরে ধীরে সরকারের উচ্চ পর্যায়ে নারী কর্মকর্তা নিয়োগ দিতে শুরু করেছে।

কীভাবে নিয়োগ পেলেন- এমন প্রশ্নের উত্তরে ফয়েজি বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দেখে তিনি হাসপাতালটির পরিচালক পদে যোগ দেয়ার জন্য দরখাস্ত করেন এবং এরপর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর কয়েকদিন পর তাকে জানানো হয় যে, তিনি হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।

তালিবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য বিশ্ব সমাজ যেসব শর্ত দিয়েছে সেগুলোর মধ্যে নারী শিক্ষার ব্যবস্থা ও সরকার পরিচালনায় নারীর অংশগ্রহণ অন্যতম।

মালালি হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ফয়েজি এ সম্পর্কে বলেন, এখন ধীরে ধীরে সরকারের বিভিন্ন পর্যায়ে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তালিবান সরকার। শুধু চিকিৎসা সেবা দেয়ার কাজে নারীদের প্রস্তুত করার জন্য হলেও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী শিক্ষার সুযোগ অবারিত করা উচিত।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ