বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

হঠাৎ বাহরাইন সফরে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ আকস্মিক এক সফরে বাহরাইনে গিয়েছেন। বুধবার দুই দিনের এই আকস্মিক সফরে রাজধানী মানামায় যান গান্টজ।

বিমানবন্দরে বাহরাইনের প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ বিন হাসান আল-নুয়াইমি তাকে স্বাগত জানান।

বেনি গান্টজের সফরের মধ্য দিয়ে ইসরাইলের প্রথম কোনো প্রতিরক্ষামন্ত্রীর বাহরাইনে সফর সম্পন্ন হলো।

দুই দিনের সফরে বৃহস্পতিবার গান্টজ বাহরাইনের সাথে বিভিন্ন সমঝোতা চুক্তি স্বাক্ষর করবেন। এছাড়া তিনি দেশটির যুবরাজ সালমান বিন হামাদ আল-খলিফার সাথে বৈঠক করবেন তিনি।

বাহরাইনের পৌঁছার পর এক টুইট বার্তায় বেনি গান্টজ বলেন, ‘আমি মাত্রই বাহরাইনের মানামায় সরকারি সফরে পৌঁছালাম। আমি বাহরাইনি প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ বিন হাসান আল-নুয়াইমির কাছ থেকে মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অভ্যর্থনা পেয়েছি। এখানে আসতে পেরে আমি সম্মানিত ও দেশটির নেতাদের সাথে বৈঠকের জন্য অপেক্ষা করছি।’

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ বাহরাইনে যান। তিনি বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফার সাথে বৈঠক করেন এবং মানামাতে ইসরাইলের দূতাবাস উদ্বোধন করেন।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী এমন এক সময় বাহরাইন সফরে এলেন, যখন ইয়েমেন থেকে একের পর এক ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের হামলায় প্রতিবেশী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অস্থিরতা বিরাজ করছে।

অন্যদিকে গত সোমবার থেকে বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের দ্বিবার্ষিক আন্তর্জাতিক সমুদ্র মহড়া শুরু হয়েছে। এই মহড়ায় ইসরাইলও অংশ নিচ্ছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২০২০ সালের আগস্টে পারস্য উপসাগরীয় দুই দেশ, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সাথে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক স্থাপন করতে সম্মতি জানায়। ওই বছরের ১৫ সেপ্টেম্বর তারিখে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সাথে কথিত 'ইবরাহীমি চুক্তির' মাধ্যমে সম্পর্ক স্বাভাবিকীকরণ ও বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তায় চুক্তিবদ্ধ হয়।

চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলে তাদের কূটনীতিক মিশন প্রতিষ্ঠা করেছে। ইসরাইলের দখলদারিত্বের শিকার ফিলিস্তিনি আরবরা এই চুক্তিকে তাদের পিঠে ছুরিকাঘাতের সাথে তুলনা করছেন।

সূত্র: আলজাজিরা ও হারেৎজ।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ