আওয়ার ইসলাম ডেস্ক: গ্রিস সীমান্তের কাছে তুরস্কে শীতের কারণে ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় দেশ একে অন্যকে দোষারোপ করছে।
গ্রিসের সীমান্ত কর্মকর্তাদের দোষারোপ করে তুরস্ক বলেছে, অভিবাসনপ্রত্যাশীদের তারা ফেরত পাঠিয়েছে। সে কারণে তাদের মৃত্যু হয়েছে।
যদিও গ্রিস সেই অভিযোগ বেশ কঠোরভাবে নাকচ করেছে।
অভিবাসনপ্রত্যাশী ইস্যুতে দেশ দুটি প্রায়ই স্থল ও সমুদ্র সীমানা অতিক্রম করে সংঘর্ষে লিপ্ত হয়। তুরস্কের কর্মকর্তারা বলছেন, বুধবার সকালে নয়জনের মরদেহ পাওয়া যায়। পরে অনুসন্ধানে আরও দুজনের দেহ পাওয়া যায়। তাদের সবার দেহ বরফে জমে গেছে।
পরে আরেকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলে, তিনি হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু অভিযোগ করে বলেছেন, অভিবাসনপ্রত্যাশীদের আটকের পর পোশাক ও জুতা খুলে নিয়েছে গ্রিসের সীমান্ত বাহিনী। সে কারণে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার।
গ্রিসের অভিবাসন মন্ত্রী নটির মিটারাচি বলেছেন, মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এই ঘটনার ব্যাপারে সত্য লুকিয়ে তুরস্ক যে প্রপাগান্ডা চালাচ্ছে, তার কোনো সামঞ্জস্য নেই।
সূত্র: বিবিসি।
এনটি