আওয়ার ইসলাম ডেস্ক: তীব্র ঠাণ্ডায় সিরিয়ার শরণার্থী ক্যাম্পের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে একথা জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা।
দেশটির ইদলিব প্রদেশের উত্তরে আল-জিয়ারা এবং আল-শেখ বাহর এলাকায় শরণার্থী ক্যাম্পে সাত দিন এবং দুই মাস বয়সী শিশু দুটির মৃত্যু হয়।
এর আগে জানুয়ারিতে আলেপ্পো প্রদেশে এবং কাসতাল মিকদাদ এলাকায় দুই শিশুর মৃত্যু হয়েছিল। সিরিয়ার এক দশকব্যাপী যুদ্ধে গৃহহীন হন লাখ লাখ মানুষ। বিরোধীদের দখলে থাকা বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন প্রায় ২৮ লাখ মানুষ। কোনরকমে তাবু খাটিয়ে বসবাস করেন তারা। শীতবস্ত্র ও জ্বালানি না থাকায় তাদের বেশিরভাগের ওপরই দুর্ভোগ নেমে এসেছে।
সম্প্রতি তুষারঝড়, বন্যা ও তুষারপাতে অন্তত ৯শ ৩৫টি তাবু ধ্বংস হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন শরণার্থী ক্যাম্পের সাড়ে ৯ হাজারের বেশি তাঁবু।
-এটি