সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

অমুসলিম মেহমানের সম্মানে একজন মুসলমানের ভূমিকা: শাইখুল হিন্দ রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত মাওলানা মাহমূদ রামপুরী রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, একবার আমি এবং একজন হিন্দ তহসিলদার কোন প্রয়োজনে দেওবন্দ যাই। আমি শাইখুল হিন্দ হজরত মাওলানা মাহমূদ হাসান দেওবন্দী রাহিমাহুল্লাহু তায়ালার এখানে মেহমান হই। আর হিন্দ লোকটি তার ভাইয়ের বাড়ি থেকে খেয়ে একসাথে ঘুমানোর জন্য আমার কাছে দেওবন্দ চলে আসে। আমার সাথে ঘুমানোর জন্য তাকেও একটি চৌকি দেওয়া হলো।

যখন সকলেই ঘুমে পড়লো, তখন আমি দেখতে পাই, হজরত শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহু তায়ালা ঘর থেকে আমাদের কাছে চলে আসেন। আমি শুয়ে শুয়ে তিনি কী করেন দেখতেছিলাম।

আর মনে মনে ভাবছিলা, যদি তিনি কোন ভারি কাজ করেন, তাহলে আমি ওঠে হজরতকে সহযোগিতা করবো। নাহয়, খামাকা আমি সজাগ আছি বিষয়টি হজরতকে জানিয়ে কেনো পেরেশান করবো।

আমি এই ভেবেই চুপচাপ শুয়ে আছি। তখন আমি দেখতে পাই, তিনি আস্তে আস্তে হিন্দু লোকটির চৌকির দিকে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি চৌকিতে বসে হিন্দু লোকটির পা দাবানো শুরু করে দেন। আর হিন্দু লোকটি আরাম পেয়ে নাক ডেকে ঘুমাতে লাগলো।

তখন আমি ওঠে পড়ে হজরতের কাছে গিয়ে বলি, হজরত! আপনি কষ্ট করবেন না। আমি তার পা দাবিয়ে দিচ্ছি। হজরত শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহু তায়ালা তখন আমাকে বলেন, ‘আরে তুমি যাও। তুমি গিয়ে শুয়ে থাকো। সে আমার মেহমান। আমি নিজেই এই খেদমত আঞ্জাম দিবো’।

হরজত মাহমূদ রামপুরী রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, তো আর কী করা। আমি বাধ্য হয়েই তখন চুপ হয়ে যাই। আর এই দিকে তিনি ওই হিন্দু লোকের পা দাবিয়েই যাচ্ছিলেন। হজরতের মধ্যে বিনয়ের গুণ অনেক বেশি ছিলো। সূত্র: আরওয়াহে সালাসা: পৃ.২৭০

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ