বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ভারতের স্কুলে ফের নামাজ নিষিদ্ধ, অনুমতি দেয়ায় বরখাস্ত প্রধান শিক্ষিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিরুল ইসলাম লুকমান।।

ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের শিক্ষা মন্ত্রণালয় রাজ্যের কোলার জেলার একটি মডেল হায়ার সরকারী স্কুলে মুসলিম ছাত্রদের নামাজ আদায়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মুসলিম ছাত্রদের স্কুলে নামাজ আদায়ের অনুমতি দেয়ার অপরাধে প্রধান শিক্ষিকাকেও বরখাস্ত করা হয়েছে। রাজ্য সরকারের এডুকেশন দপ্তরের তদন্তে প্রধান শিক্ষিকা উমা দেবী অপরাধী প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

বার্তা সংস্থা মুম্বাই উর্দু টাইমস গত রোববার জানায়, স্কুলের প্রধান শিক্ষিকা উমা দেবী মুসলমান ছাত্রদেরকে স্কুলে জুমার নামাজ আদায়ের অনুমতি দিয়েছিলেন। সম্প্রতি স্কুলে নামাজ আদায়ের একটি ভিডিও প্রকাশ হয়। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন মুসলমান ছাত্র স্কুলের ক্লাসরুমে জুমার নামাজ আদায় করছে।

ভিডিওটি ভাইরাল হলে হিন্দুউগ্রবাদী কয়েকটি সংগঠন প্রতিবাদ জানাতে থাকে। তাদের অব্যহত চাপ ও প্রতিবাদের প্রেক্ষিতে রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রণালয় এখন নামাজ নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করল।

তদন্তকারী কর্মকর্তা জয়শুরি দেবী বলেন, ছাত্রদের বিরতির সময় প্রধান শিক্ষিকার পক্ষ থেকে ক্লাসরুমে নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু রাজ্যের স্কুল নীতিমালায় এ ধরণের অনুমতি দেয়ার কোনো সুযোগ নেই। ফলে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রধান শিক্ষিকা উমা দেবীকে বহিষ্কারের সাথে তাকে শহরের বাইরে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র: মুম্বাই উর্দু টাইমস

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ