বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ভারতে কমল করোনার সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনার সংক্রমণ নিম্নমুখী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা কমে হয়েছে দুই লাখ ৩৪ হাজার।

মন্ত্রণালয়ের কোভিড বুলেটিন অনুযায়ী ভারতে দৈনিক সংক্রমণের হার শনিবার ছিল ১৩ দশমিক ৩৯ শতাংশ। রোববার তা বেড়ে হয়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ। আর সাপ্তাহিক সংক্রমণের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। তবে দেশটিতে সুস্থতার হার অল্প হলেও বেড়েছে।

শনিবার দেওয়া তথ্য অনুযায়ী সুস্থতার হার ছিল ৯৩ দশমিক ৮৯ শতাংশ আর রোববার তা বেড়ে হয়েছে ৯৪ দশমিক ২১ শতাংশ। কোভিডে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৮৯৩।

গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে ৮৯৩ জনের মৃত্যু হয়েছে। উল্লেখযোগ্যভাবে মহারাষ্ট্রে কোভিড সংক্রমণ কমছে। তৃতীয় স্ফীতিতে এই রাজ্যেই সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছিল। শনিবার পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী সে রাজ্য মোট সংক্রমণ ২৭ হাজার ৯৭১। এর মধ্যে ওমিক্রন আক্রান্তর সংখ্যা ৮৫।

রাজধানী দিল্লিতে শনিবার চার হাজার ৪৮৩ জন নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন। দৈনিক সংক্রমণের হার ৭ দশমিক ৪১ শতাংশ। মৃত্যুর সংখ্যা ২৮। অন্য দিকে কেরালায় কোভিডে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৮১২ জন। মৃতের সংখ্যা ৮।

ইতোমধ্যেই ভারতের ৭৫ শতাশ প্রাপ্তবয়স্কের করোনা টিকা নেওয়া সম্পূর্ণ হয়েছে। সংখ্যার হিসাবে ১৬৫ কোটি ৭০ হাজার টিকা দেওয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ