বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

‘ইউক্রেনে রাশিয়ার হামলা হতে পারে ভয়াবহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়া যদি হামলা চালায় তবে তা ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলে।

শুক্রবার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।

মার্ক মিলে বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ‘ভয়াবহ’ হতে পারে এবং এতে অগুনতি মানুষ প্রাণ হারাতে পারেন।

পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, ইউক্রেনের সীমান্তে রাশিয়ার এক লাখের মতো সেনা সমাবেশ স্নায়ুযুদ্ধের পর থেকে সর্বোচ্চ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে এখনও সংঘাত এড়ানোর সুযোগ রয়েছে।

যদিও ইউক্রেনে আক্রমণের সম্ভাবনার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে অনুমান তা সঠিক নয় বলে দাবি রাশিয়ার। দেশটির ভাষ্য, ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন হুমকিস্বরূপ।

ওই সংবাদ সম্মলনে বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল মিলে বলেন, ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের অর্থ হলো— এ হামলার ভয়াবহ পরিণতি হবে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মিলে আরও বলেন, যদি ইউক্রেনের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে তা হবে গুরুতর, অত্যন্ত গুরুতর এবং এতে অগুনতি মানুষ মারা যাবেন।

‘ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় যুদ্ধ হতে পারে ভয়ানক’, যোগ করেন যুক্তরাষ্ট্রের এ জেনারেল।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ