আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবার ফাইজারের মুখে খাওয়ার ট্যাবলেট প্যাক্সলোভিড ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ফাইজারের প্যাক্সলোভিড ব্যবহারে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি হ্রাস করতে ৯০ ভাগ কার্যকর বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি।
এরমধ্যেই ইতালি, জার্মানি ও বেলজিয়াম প্যাক্সলোভিড সরবরাহ শুরু করেছে। এর আগে, গেল বছরের শেষদিকে মুখে খাওয়ার ট্যাবলেট ফাইজারের প্যাক্সলোভিড ও মের্কের মলনুপিরাভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র।
এদিকে, ইউরোপের বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে সংক্রমণ। দুই বছরের সব রেকর্ড ভেঙে জার্মানিতে বৃহস্পতিবার দুই লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।
ফ্রান্সেও রোগী শনাক্তের ক্ষেত্রে প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে। সবশেষ একদিনে শনাক্ত চার লাখ ২৮ হাজার। তারপরও দেশটিতে বিধিনিষেধবিরোধী বিক্ষোভে করছেন মানুষ। এ অবস্থায় টিকা নেয়াসহ বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। দক্ষিণ কোরিয়াতেও রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গেল একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজারের বেশি।
এর মধ্যেই ভারতে শতভাগ করোনা টিকা নিশ্চিত করতে এবার মোদি সরকার দেশটির সব হাসপাতাল ও ক্লিনিকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের টিকা বিক্রির অনুমতি দিয়েছে। তবে অনুমতি দিলেও কবে নাগাদ বাজারে আসবে তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
-এএ