আওয়ার ইসলাম ডেস্ক: দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিষয়টি জানিয়ে বোর্ড থেকে সব মাদরাসা প্রধানদের চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বোর্ড বলছে, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বোর্ডের আওতাধীন যেসব মাদরাসায় গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে, যা এখনও সম্পন্ন হয়নি সেসব মাদরাসার নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম যেখানে যে অবস্থায় রয়েছে সেভাবে বন্ধ থাকবে।
বোর্ড আরও জানিয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ড আইনের ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ বিষয়ে করণীয় পরবর্তী সময়ে বোর্ড জানিয়ে দেবে বলেও জানানো হয়েছে চিঠিতে।
-এটি