মুযযাম্মিল হক উমায়ের।।
সাইয়েদিনা হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহুর ঘটনা। তিনি একদিন পান করার জন্য পানি নিয়ে আসতে বলেন।
পানি এবং মধু নিয়ে আসা হলো। পান করার জন্য মুখের কাছে নিয়ে পানির পাত্রটি সরিয়ে নিয়ে কান্না শুরু করে দেন। তাঁর কান্না দেখে সাথে থাকা সাথীরাও কান্না শুরু করে দেন। তাঁরা এক পর্যায়ে কান্না থামিয়ে দেন। কিন্তু তিনি কান্না করেই চলছেন। সাথীরা ধারনা করলেন, তাঁরা হয়তো তাঁর চাহিদা বুঝতে পারেননি।
তাই তিনি এইভাবে কান্না করতেছেন।তারপর যখন তিনি কান্না থামালেন, তখন তাঁরা বললো, হে রাসূলের খলিফা! কোন জিনিস আপনাকে কান্না করতে উদ্ভুদ্ধ করলো?
উত্তরে তিনি বলেন, ‘আমি হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। হঠাৎ আমি হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামকে নিজের কাছ থেকে কোন একটা জিনিস হাত দ্বারা সরাতে দেখতে পাই। অথচ, তখন আমি তাঁর সাথে সরানোর মতো কাউকে দেখিনি। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি কী জিনিস সরালেন? অথচ, আপনার কাছে তো কাউকে দেখিনি?
উত্তরে হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সেটি দুনিয়া ছিলো। সে আমার কাছে আকৃতি ধারন করে এসেছিলো। আমি তাকে বললাম, তুমি আমার থেকে দূরে যাও। সে দূরে সরে যায়। কিন্তু আবার সে ফিরে আসে।
ফিরে এসে আমাকে বললো, শুনুন! যদিও আপনি আমার থেকে নিষ্কৃতি পেয়ে গেছেন, কিন্তু আপনার পরে যারা আসবে তারা কিছুতেই আমার আক্রমন থেকে নিষ্কৃতি পাবে না’।
হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, এই কথাটি মনে পড়ে যাওয়ায় আমার কান্না চলে আসে। নাজানি এইসব বিলাসিতার কারণে আমাকেও দুনিয়া পাকড়াও করে ফেলেছে কী না— এই ভয়ে চোখে কান্না চলে এসেছে।
সূত্র: উসদুল গাবা: খ.৩ পৃ.২২১
-এটি