বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

অভ্যুত্থানের পর বুরকিনা ফাসোতে সেনাবাহিনীর ক্ষমতা দখল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সেনা অভ্যুত্থানের পর ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।

দেশটির প্রেসিডেন্ট রচ কাবোরেকে ক্ষমতাচ্যুত করে দেশটির পার্লামেন্ট ও সরকার ভেঙে দেয়ার এবং সংবিধান বাতিলের ঘোষণা দেয় বিদ্রোহী সেনারা। বন্ধ করা হয়েছে সীমান্ত। বুরকিনা ফাসো'র রাষ্ট্রীয় টেলিভিশনে এসব ঘোষণা দেয় সেনারা।

জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থতার জেরে প্রেসিডেন্ট রচ কাবোরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। বিদ্রোহী সেনাদের অভিযোগ, বুরকিনা ফাসোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করে দেশের নাগরিকদের একত্রিত করতে ব্যর্থ তিনি।

এর আগে, সোমবার দেশটির প্রেসিডেন্টকে বন্দি করে বিদ্রোহী সেনারা। তিনি এখন কোথায় আছেন সেবিষয়েও কিছু জানানো হয়নি। ২০১৫ সালেও দেশটিতে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল।

তবে রচ কাবোরের দল পিএমপি জানিয়েছে তিনি এবং আটক আরেক মন্ত্রী জীবিত আছেন। এদিকে, সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে সেনাবাহিনীকে প্রেসিডেন্ট কাবোরে'র নিরাপত্তা নিশ্চিতের আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ