আব্দুল্লাহ আফফান: পশ্চিমা কূটনীতিক ও আফগানিস্তানের জনসাধারণের প্রতিনিধিদের সঙ্গে তিনদিনের আলোচনার জন্য নরওয়ে পৌঁছেছেন তালেবানের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের প্রত্যাশা তারা দেশে চলমান যুদ্ধ বন্ধে কাজ করবে।
তালেবান প্রতিনিধিদের বহন করা চার্টার্ড বিমানটি শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নরওয়ের রাজধানী অসলো’র আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।
প্রতিনিধিদের সঙ্গে আছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
আলোচনায় মানবাধিকার, মানবিক সহায়তা এবং আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল নিয়ন্ত্রণমুক্ত করার বিষয়ে আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে।
তালেবান ক্ষমতায় আসার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৯.৫ বিলিয়ন ডলারের সম্পদ ফ্রিজ করেছে।যা ২০২০ সালে আফগানিস্তানের মোট জাতীয় পণ্যের অর্ধেকের সমান। এছাড়াও আফগানিস্তানে কার্যক্রম স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এএফপিকে জানায়, পশ্চিমা বিশ্বের দাবি পূরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আশা করি, কূটনীতিকদের মাধ্যমে ইউরোপীয় দেশ এবং পশ্চিমা দেশসহ সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদার হবে।
এ আলোচনা যুদ্ধের পরিবেশকে শান্ত করতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সূত্র:আল আরাবিয়া উর্দূ।
-এএ