আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের হায়দ্রাবাদে শরাফিয়াহ কিরাত একাডেমীর পক্ষ থেকে দ্বিবার্ষিক পবিত্র কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি স্থানীয় সরকারের সহায়তায় ক্বিরাত এবং হেফজ বিভাগে অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিযোগিতার শেষে শীর্ষ স্থানে উত্তীর্ণ নারী ও পুরুষ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মুম্বাইয়ের হাউস অফ ইরানীয়ান কালচার ঘোষণা করেছে, হায়দ্রাবাদ শহরের ইসলামিক দল ও সংগঠনসমূহের বিভিন্ন সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আজিজিয়াহ গ্র্যান্ড মসজিদের একজন ইসলামী চিন্তাবিদ এবং প্রচারক মাওলানা ‘মোহিদ্দীন ওয়াসিম’ বক্তৃতা করেছে।
ভারতের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের জামায়াত-ই-ইসলামীর প্রধান সাইয়্যেদ সাদাতুল্লাহ হোসেইনি কলকাতায় দলের সদস্যদের সাথে এক বৈঠকে ইসলামের অনুশাসন মেনে চলা এবং ভারতীয় মুসলিম সম্প্রদায়ের সংস্কারের উপর জোর দিয়েছেন।
এই বৈঠকে তিনি বলেন ভারতীয় সমাজের পরিবেশ ইসলামোফোবিয়ার দিকে যাচ্ছে এবং চরমপন্থি ও মৌলবাদীরা বিতর্কিত শব্দ দিয়ে তাদের রাজনৈতিক স্বার্থের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমাজের অনুভূতিতে আঘাত করছে।
তিনি মুসলমানদেরকে ইসলাম ধর্মের বিধি-বিধান মেনে চলার জন্য এবং তাদের অনুষ্ঠান, বিশেষ করে বিবাহ সহজ ও বিলাসিতা ছাড়াই সম্পন্ন করার জন্য এবং সাদাসিধে জীবনযাপন করার আহ্বান জানিয়েছেন। সূত্র: ইকনা
-এটি