আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপ অভিমুখী ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) তিউনিসিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) আরব নিউজের প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র মোহাম্মদ জেকরি বলেন, বৃহস্পতিবার রাতে নৌবাহিনীর উদ্ধারকর্মীরা ২১ জনকে উদ্ধার করে। এখনও সাতজন নিখোঁজ। নৌকাটি ইতালির উদ্দেশে যাচ্ছিল।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে একজন ১০ বছরের কন্যাশিশুও রয়েছে।
উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানান, বন্দর শহর স্ফ্যাক্সের কাছে কেরকেন্নাহ দ্বীপ থেকে ৩২ জনকে নিয়ে নৌকাটি যাত্রা করেছিল।
জাতিসংঘের মতে, গত বছর ভূমধ্যসাগর দিয়ে এক লাখ ১৫ হাজার যাত্রী ইউরোপে পাড়ি দিয়েছে; যার মধ্যে ২০ শতাংশ তিউনিসিয়ার মানুষ।
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় সামাজিক অস্থিরতা বেড়েছে। গত কয়েক বছর থেকে দেশটির অর্থনৈতিক অবস্থা ও বেকারত্ব চরম আকার ধারণ করেছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মতে, গত বছর ইতালিতে ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশী পাড়ি দিয়েছে। যার মধ্যে মৃত ও নিখোঁজ হয়েছে এক হাজার ২০০ জন।
-এএ