বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সর্বশেষ সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে ভারত। এই ক্ষেপণাস্ত্রটি একইসঙ্গে সাবমেরিন, জাহাজ, বিমান বা ভূমি থেকে নিক্ষেপ করা যাবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় বলে এক বিবৃতিতে জানায় রাজ্য চালিত প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সফল এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সামরিক বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক টুইট বার্তায় বলেন, বর্ধিত দেশীয় সামগ্রী ও উন্নত কর্মক্ষমতাসহ ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল আজ সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ব্রহ্মোসও একটি। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এ ক্ষেপণাস্ত্র শব্দের প্রায় তিনগুণ বেশি গতিতে উড়তে পারে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ