সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

হজরত সুফয়ান সাওরী রহ এর পরকাল ভাবনা ও খোদাভীতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

তিনি বলতেন, যদি আলেমগণই ফাসাদ সৃষ্টিকারী হয়ে যায়, তাহলে সংশোধনকারী কে হবে? আলেমগণের ফাসাদ হলো, দুনিয়ার দিকে ঝুকে পড়া৷ দুনিয়া কামানোর পিছনে পড়ে যাওয়া৷

তিনি বলতেন, যদি কেউ অন্যের কাছ থেকে ইলম না শিখে, শিক্ষাদান শুরু করে দেয়, তাহলে এই কাজ তার জন্য অপমান আর লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়াবে৷

তিনি বলতেন, যদি এমন কারো সন্ধান পেতাম, যে শুধু আল্লাহ তায়ালাকে রাজিখুশি করার উদ্দেশ্যে ইলম হাসিল করতে ইচ্ছুক, তাহলে আমি নিজে তার বাড়ি গিয়ে গিয়ে ইলম শিখিয়ে আসতাম৷ কিন্তু বর্তমানে তো ইলম শিখার মাকসাদ মানুষের সাথে তর্ক আর গর্ব করাকে লোকেরা নির্দিষ্ট করে নিয়েছে৷

তিনি বলতেন, একজন রাখাল যখন পালের পশুগুলিকে সতর্ক করে তখন পশুগুলো নিজেদের চাহিদাগুলোকে মিটিয়ে দিয়ে সেই জিনিস ছেড়ে দেয়৷ কিন্তু আফসোসের বিষয় হলো, আল্লাহ তায়ালার কিতাব আমাদেরকে বার বার প্রবৃত্তির চাহিদাকে মিটিয়ে দেওয়ার বিষয়ে সতর্ক করতেছে কিন্তু আমরা তা থেকে বিরত হচ্ছি না৷ বরং প্রবৃত্তির চাহিদা পুরা করার পিছনে আরো এগিয়ে চলছি৷

তিনি বলতেন, একজন লোক হজরত ঈসা আলাইহিস সালামের কাছে নসিহত কামনা করলো৷ তিনি ওই লোককে বললেন, তুমি দেখো, তোনার রুটি কোথায় থেকে এসেছে৷ অর্থাৎ হালাল পন্থায় এসেছে না হারাম উপায়ে এসেছে৷

তিনি বলতেন, আমি মনে করি ছাত্রদের প্রয়োজন অনুযায়ী অর্থ-সম্পদ থাকা জরুরি৷ কারণ, তা না থাকলে মানুষের কাছে লজ্জিত হতে হয়৷ বিভিন্ন বিপদাপদ চলে আসে৷ মানুষরাও তুচ্ছতাচ্ছিল্য বেশি করতে থাকে৷

তিনি বলতেন, কেউ কারো কাছে নিজের অসুস্থতার অভিযোগ করা আল্লাহ তায়ালার উপর অভিযোগ করা নয়৷

তিনি হাদিয়া ফেরত দিতেন৷ গ্রহণ করতেন না৷ কারণ হিসাবে বলতেন, যদি লোকেরা এই হাদিয়ার কারণে আমার উপর প্রভাব বিস্তার করবে না- এই বিষয়টি নিশ্চিত হতে পারতাম, তাহলে আমি তাদের হাদিয়া গ্রহণ করতাম৷

তিনি বলতেন, বর্তমান সময় তো হলো, শুধু নিজেকে সংশোধন করার চিন্তায় মনোযোগী হওয়ার৷ আর অন্যদেরকে তাদের নিজের অবস্থায় ছেড়ে দেওয়ার৷

তিনি বলতেন, কারো ধর্মীয় বন্ধু বেশি হওয়া লোকটির নম্র ও উত্তম চরিত্রের আলামত৷

তিনি বলতেন, কারো মধ্যে নেতা হওয়ার চাহিদা দেখলে, তোমরা তাকে পিছনে রেখে দাও৷

সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ