বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

পাকিস্তানে বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে লাহোরের বিখ্যাত আনারকলি বাজারে বোমা বিস্ফোরণে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বৃহষ্পতিবার দুপুরে লাহোরের আনারকলি বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

লাহোর পুলিশ জানিয়েছে, বোমাটি একটি মোটরসাইকেলে রাখা ছিল। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের দোকান ও যানবাহণ ক্ষতিগ্রস্ত হয়। এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাহোর পুলিশের ডিআইজি (অপারেশনস) আবিদ খান বলেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলে একটি গর্ত হয়ে গেছে, যা থেকে বোঝা যায় যে এটা বোমা বিস্ফোরণের কারণে হয়েছে। আমাদের টেকনিক্যাল টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন। তাদের পর্যালোচনার ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে, এখন পর্যন্ত এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে, গত ডিসেম্বর থেকে দেশটিতে সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা বেড়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ