আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের পূর্বাঞ্চলে মনকাডায় একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় ফায়ার সার্ভিস এক টুইটে জানায়, মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে ভ্যালেন্সিয়ার মনকাডায় ৬টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। অগ্নিকাণ্ডে দগ্ধ ৫ জনের মৃত্যু হয়েছে এবং ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস আরও জানায়, ২৫ জনকে আগুনের মুখ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে এবং ওই এলাকার ৭০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধাশ্রমে কেন্দ্রের একটি অক্সিজেন ইউনিটে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। -এনডিটিভি।
-এএ