সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

হজরত সাইয়েদ ইয়াহইয়া বিন মুআজ রহ এর মূল্যবান কিছু ওয়াজ-নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

তিনি তাঁর সাথীদেরকে বলতেন, তোমরা তিন শ্রেণীর লোকের সংশ্রব থেকে দূরে থাকো৷ ১ৡ গাফেল আলেম৷ ২ৡ চাটুকার কারী৷ ৩ৡ জাহেল সুফি৷ যে সুফিরা দীনের জরুরি ইলম শেখার আগেই ইবাদতে লিপ্ত হয়ে যায়৷

তিনি বলতেন, যে ব্যক্তি নিজ মুরব্বীর কাজ দ্বারা উপকৃত হতে পারেনি৷ তাহলে সে তাঁর কথা বা নসিহত দ্বারাও উপকৃত হতে পারবে না৷

তিনি বলতেন, যতক্ষণ মানুষের অন্তর দুনিয়ার মহব্বতের সাথে জড়িয়ে থাকবে, ততোক্ষণ তাদের মধ্যে দীন অসম্পূর্ণ থেকে যাবে৷

তিনি বলতেন, আমলকারী আলেমগণ উম্মতে মুহাম্মাদির জন্য মা-বাবার চেয়েও বেশি দয়াবান৷ লোকজন এই কথার রহস্য জানতে চাইলে তিনি কারণ হিসাবে বলেন, মা-বাবা তো তাদেরকে দুনিয়ার আগুন থেকে হেফাজত করে থাকেন৷ দুনিয়ার কষ্ট থেকে বাঁচিয়ে রাখেন৷ কিন্তু আমলকারী আলেমগম মানুষদেরকে পরকালের কষ্ট ও আগুন থেকে হেফাজত করেন৷

তিনি বলতেন, সাধারণ লোকেরা জান্নাতেও আলেমদের মুখাপেক্ষী থাকবে৷ লোকেরা এই কথার কারণ জানতে চাইলে তিনি বলেন, জান্নাতে সাধারণ লোকদেরকে যখন নিজের পছন্দের জিনিস চাইতে বলা হবে, তখন কী চাইতে হবে এটি তাদের বুঝে আসবে না৷ তখন তারা বলবে, আমরা আমাদের আলেমদের কাছে গিয়ে তাঁদের কাছ থেকে জেনে এসে বলবো৷ সুতরাং আলেমদের জন্য জান্নাতে এটি অবশ্যই সম্মানের বিষয়৷

তিনি বলতেন, মানুষ তখন জ্ঞানী আর সহনশীল প্রমাণিত হবে, যখন তারা মেয়েদের দিকে প্রবৃত্তির চাহিদা মিটানোর দৃষ্টি না করে, দয়া ও অনুগ্রহের দৃষ্টি করা শিখতে পারবে৷

তিনি বলতেন, তোমরা জিকিরকারীদের সংশ্রব গ্রহণ করো৷ কারণ, তাঁরা হলেন সর্বক্ষমতার অধিকারী মহান বাদশা আল্লাহ তায়ালার দরবারের খাদেম৷ সুতরাং আল্লাহ তায়ালার কাছে পৌঁছতে হলে, আগে তাঁদের সংশ্রব গ্রহণ করতে হবে৷

সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ