আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে অনেকেই। স্থানীয় সময় আজ রোববার ভোরে সিরিজ বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
স্থানীয় সংবাদ সংস্থা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে, কিছু জায়গায় ঘরের দরজা-জানালা কেঁপে ওঠে। এতে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকে।
দেশটির আসাদাবাদ শহরের গভর্নর জানান, তিনি ভয়ংকর শব্দ শুনেছেন, কিন্তু তার উৎস পরিষ্কার নয়। আরেক কর্মকর্তা বলছেন, প্রাথমিকভাবে বজ্রপাতের শব্দ মনে হলেও পরে তা নাকচ করা হয়। তবে এ ব্যাপারে তেহরানের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
তবে টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকটি বিস্ফোরণের শোনা যায়, সেগুলো বিমানবিধ্বংসী অস্ত্রের বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
সম্প্রতি ইরানের বিভিন্ন স্থানে একই ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটলে দেশটি জানায়, যে শব্দগুলো শোনা গেছে, তা অঘোষিত বিমান মহড়ার। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে বেড়ে চলা উত্তেজনার মধ্যে এ ধরনের মহড়ার কথা জানালো ইরান। সূত্র: পার্সটুডে
-এটি