আওয়ার ইসলাম ডেস্ক:বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি মসজিদের পেশ ইমামকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
বেলজিয়ামের শরণার্থী ও অভিবাসন মন্ত্রী সামি মেহেদি জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টির অভিযোগে ব্রাসেলসের মৌলিনবিক এলাকার আল-খালিল মসজিদের পেশ ইমাম মোহাম্মদ তোজানিকে দেশে থাকতে নিষেধ করেছেন।
ভিআরটি নিউজ ওয়েবসাইট এক বিবৃতিতে উল্লেখ করেছে, সামি মেহেদির পদক্ষেপটি নিরাপত্তা পরিষেবার তথ্যের ভিত্তিতে গৃহীত হয়েছে। নিরাপত্তা পরিষেবা দাবি করেছে যে, মরক্কোর ইমাম এদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।
ইতিমধ্যে তৌজানির রেসিডেন্ট পারমিট বাতিল করে এবং তাকে সেদেশে থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বেলজিয়ামের অন্যতম প্রভাবশালী মুসলিম প্রচারক হিসেবে পরিচিত লাভ করেছেন।
মোহাম্মদ তোজানির রেসিডেন্ট পারমিট বাতিল বাতিলের খবর নিশ্চিত করেছেন বেলজিয়ামের শরণার্থী ও অভিবাসন মন্ত্রী সামি মেহেদি। তবে তিনি হুমকির কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকার করে বলেন, যারা ঘৃণার বীজ বপন করে তাদের জন্য এই পদক্ষেপটি একটি সতর্কমূলক বার্তা। আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিমূলক বার্তা যারা প্রেরণ করে তাদেরকে বেলজিয়ামে স্বাগত জানানো হবে না।
এই ইমাম বহু বছর ধরে একজন বিতর্কিত ব্যক্তিত্ব ছিলেন এবং বেলজিয়ামে দীর্ঘ কয়েক বছর অবস্থান করা সত্ত্বেও তিনি ফরাসি বা ডাচ ভাষায় কথা বলতেন না।
-এটি