আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের সবচেয়ে বড় জ্বালানি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবারের এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই জ্বালানি তেল (পেট্রোলিয়াম) শোধনাগারে কমপক্ষে দু’ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আরো অনেক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
এক বিবৃতিতে কুয়েতের জাতীয় পেট্রোলিয়াম কোম্পানি বলেছে, তেল শোধনাগারে ব্যবস্থাপনার কাজ শুরু হতেই সেখানে আগুন লেগে যায়। মিনা আল-আহমাদি জ্বালানি তেল শোধনাগারে গ্যাস লিক হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুয়েতের এ সরকারি প্রতিষ্ঠানটি আরো বলেছে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এ আগুন লাগার ঘটনায় দু’এশিয়ান শ্রমিক নিহত হয়েছেন।
কুয়েতি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, পরে এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ অগ্নিকাণ্ডের পরেও তেল শোধনাগারের কোনো কর্যক্রম ব্যাহত হয়নি।
সূত্র: মিডল ইস্ট মনিটর।
এনটি