বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

শায়খ মুহাম্মদ আরিফির পিতার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বনন্দিত লেখক, খতিব ও দাঈ শায়খ ড. মুহাম্মদ আরিফির পিতা শায়খ আবদুর রহমান আরিফি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

আজ (১৩ জানুয়ারি) বৃহস্পতিবার ফজরের সময় মৃত্যুবরণ করেন তিনি। মরহুমের মোট আটজন সন্তান, আবদুল্লাহ, মুহাম্মদ, সাদ, খালেদ, মাজেদ, সুউদ, আরেফ ও ফয়সাল।

শায়খ ড. মুহাম্মদ আরিফির পিতার রূহের মাগফিরাত করে অনেকেই শোক প্রকাশ করেছেন। আজ বৃহপ্ততিবার আসরের সময় তার জানাজা নামাজ পড়ার কথা রয়েছে।জানাজা শেষে  রিয়াদের এরকাহ কবরস্থানে মৃতের দাফনের কথা রয়েছে।

শায়খ আব্দুর রহমান আল-আরিফী জন্মগ্রহণ করেন ১৯৭০ সালের ১৬ জুলাই। ইসলামের বিখ্যাত সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রা. এর বংশধর তিনি। জন্মের মাত্র ৫১ বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন আরব জাহানের বিশিষ্ট বক্তা ও লেখক। তিনি তার বক্তৃতা ও লেখনীর মাধ্যমে আরবসহ পশ্চিমা বিশ্বে দারুণ আলোড়ন সৃষ্টি করেছেন।

উইকিপিডিয়ার তথ্যমতে এই পর্যন্ত বিশ্বের ৫১ টি ভাষায় তার বই অনুবাদ সম্পন্ন হয়েছে। এদিকে তার বয়সও এখন ৫১ বছর। বাংলা ভাষায়ও অসংখ্য বই অনুবাদ হয়েছে তার। rokomari.com এর ওয়েবসাইট আব্দুর রহমান আল আরিফী ২০টির মত রয়েছে।

তিনি সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুসলিম ওয়ার্ল্ড লীগ এবং মুসলিম স্কলারদের অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। সোশ্যাল সাইট টুইটারে তাকে অনুসরণ করছে প্রায় ২০০ মিলিয়ন (২০ কোটি) মানুষ। আর ফেসবুক একাউন্টে রয়েছে ২৪ মিলিয়নেরও বেশি লাইক। শায়খ আব্দুর রহমান আল-আরিফীর টুইটার অ্যাকাউন্টটি বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ১০০ তম স্থানে রয়েছে। আর আরব বিশ্বে ও মধ্য প্রাচ্যে ১০ তম স্থানে রয়েছেন তিনি। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসির দাবি, তিনি একজন ‘ভেরিফাইড ইসলামি পন্ডিত’।

সূত্র: আল মারসাদ।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ