বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ফিলিস্তিনি হামলাকারী ভেবে নিজেদের গুলিতেই ইসরায়েলের ২ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নবী মুসা সামরিক ঘাঁটিতে ‘ফ্রেন্ডলি ফায়ারে’ (নিজেদের গুলিতে) ইসরায়েলের ২ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে তাদের একটি ঘাঁটির কাছে টহল দেওয়ার সময় ওই দুই সেনা কর্মকর্তাকে ভুলবশত ফিলিস্তিনি হামলাকারী ভেবে গুলি করে হত্যা করা হয়। গতরাতে এই ঘটনা ঘটেছে উল্লেখ করা হয়েছে। জর্দান উপত্যকায় ইসরায়েলের ওই ব্রিগেডের এলিট কমান্ডো ইউনিটে এই ঘটনা ঘটেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, নিহত দুই কর্মকর্তাই মেজর পদমর্যাদার এবং তাদের নাম হচ্ছে ওফেক আহারন এবং ইতামার এলহারার।

নবী মূসা ঘাঁটির কাছে ইসরায়েলি সেনাদের মহড়া শেষ হওয়ার পর এই ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনী জোর দিয়ে বলেছে, মহড়ার সময় এই ‘ফ্রেন্ডলি ফায়ারের’ ঘটনা ঘটেনি। সূত্র: পার্সটুডে, আল-জাজিরা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ