বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

নাইজেরিয়ায় ক্রমাগত সন্ত্রাসী হামলার নিন্দা জানালো আল-আজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিশরের আল-আজহার নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং দেশটির জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আল-আজহার আল-শরিফ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোমা হামলার নিন্দা জানিয়ে এবং ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়ার প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

সম্প্রতি উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় দস্যুদের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২০০ জন নিরীহ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

আল-আজহার সোমবার এক বিবৃতিতে নিরীহ মানুষকে লক্ষ্য করে অপরাধমূলক হামলার নিন্দা জানিয়ে গুরুত্বারোপ করে বলেছে: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক সুযোগ-সুবিধা এবং সহায়তার প্রয়োজন।

বিবৃতির শেষে আল-আজহার নিহতদের পরিবার এবং নাইজেরিয়ার জনগণের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য এবং বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ