আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিবের সহধর্মীনি করোনা আক্রান্ত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মহাসচিবও আক্রান্ত হতে পারেন। তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। কয়েকদিন ধরে হালকা ঠান্ডা জ্বরে ভুগছিলেন মির্জা ফখরুল। এ কারণেই করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। বর্তমানে তারা দুজনেই রাজধানীর উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানা গেছে।
বিএনপি মহাসচিব সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২০২০ সালের মার্চ থেকে বাংলাদেশে করোনা শনাক্ত শুরু হলেও এ পর্যন্ত করোনায় আক্রান্ত হননি মির্জা ফখরুল। তবে এবারই তার স্ত্রী করোনায় আক্রান্ত হলেন এবং বিএনপি মহাসচিবের দেহে করোনার উপসর্গ পাওয়া গেছে। এর আগে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।,
এনটি