বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

‘বাংলাদেশে চিকিৎসার মান অনেক উন্নত, বিদেশ থেকে রোগী আসে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে চিকিৎসার মান অনেক উন্নত বলে মন্তব্য করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনি বলেছেন, বিদেশ থেকে রোগী আসে বাংলাদেশে চিকিৎসা নেওয়ার জন্য।

আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী তার মেয়ের উদাহরণ দিয়ে বলেন, ‘আমার ছোট মেয়ে দেশের বাহিরে অস্ট্রেলিয়ায় থাকেন। সে জটিল একটা বিষয়ে অসুস্থ হয়ে পড়েছিল। সেখান কার ডাক্তার বলেছিলেন অপারেশন করতে হবে। তখন আমি আমার দেশের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে তাকে দেশে নিয়ে অপারেশন ছাড়াই চিকিৎসা করাই। এখন সে পুরোপুরি সুস্থ হয়ে আবার দেশের বাহিরে চলে গিয়ে সেখানকার ডাক্তারদের দেখান। তারা দেখে অবাক হয়ে বলেছে বাংলাদেশের ডাক্তার এত উন্নত মানের চিকিৎসা করেন। তখন থেকে সেই রোগের রোগীরা ওই দেশ থেকে এসে বাংলাদেশে চিকিৎসা নেন।’

শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুল নাসের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহেরসহ আরও অনেকেই। পরে ২০২০-২১ শিক্ষা বর্ষের ১০০ শিক্ষার্থীদের বরণ করে নেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ