আবদুল্লাহ তামিম।।
জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধা ৬.৪৫ মিনিটে দিল্লী থেকে বাংলাদেশ বিমানে ঢাকায় নামবেন।
বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী হাফি এর ছাত্র, দেওবন্দের মসজিদে আন্দোরুনের সাবেক ইমাম, ধরঙ্গারটেক, উত্তরা আরশাদুল উলুম মাদানিয়া মাদরাসার মুহতামিম, বায়তুল আজিজ জামে মসজিদের খতিব মুফতি দিদার আহমদ কাসেমী।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধা ৬.৪৫ মিনিটে দিল্লী থেকে বাংলাদেশ বিমানে ঢাকায় আগমনের পর ৯ টার ফ্লাইটে সিলেট যাবেন। ১৪ জানুয়ারি শুক্রবার সিলেট রামধা মাদ্রাসায় জুমার নামাজ আদায় ও বয়ান করবেন। বাদ মাগরিব গৌহরপুর মাদ্রাসায় বয়ান শেষে রাতের ফ্লাইটে ঢাকা ফিরবেন।
আগামী ১৫ জানুয়ারি শনিবার হেলিকপ্টার যোগে যশোর মনিরামপুর মাদ্রাসায় মাহফিল শেষে বিকালে ঢাকায় ফিরে মাদানীনগর মাদ্রসায় বয়ান করবেন।
১৬ জানুয়ারি রোববার সকালের ফ্লাইটে চট্টগ্রাম বাঁশখালী মদিনাতুল উলুম মাদ্রাসায় বয়ান ও দোয়ার পর হাটহাজারী মাদ্রাসায় বয়ান ও দোয়া করবেন। রাতের ফ্লাইটে ঢাকা ফিরবেন।
১৭ জানুয়ারি সোমবার ১২ টার ফ্লাইটে দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
-এটি