আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনে সারা বিশ্ব এখন উদ্বিগ্ন। অতি সংক্রামক ওমিক্রন তাণ্ডব চালাচ্ছে চীনেও। সম্প্রতি দেশটির তিয়ানজিনে দুইজনের ওমিক্রন শনাক্ত হওয়ায় শহরটির সবাইকে গণপরীক্ষার আওতায় আনা হয়েছে।
এপি’র খবরে বলা হয়েছে, চীনের বন্দর নগরী তিনজিয়ানের একটি স্কুলের ৮ থেকে ১৪ বছরের ১৫ শিক্ষার্থী করোনায় সংক্রমিত। এছাড়া ওই প্রতিষ্ঠানের এক কর্মীসহ চার অভিভাবকও সংক্রমিত।
আগামী ৪ ফেব্রুয়ারি থেকে চীনে বসতে যাচ্ছে শীতকালীন বেইজিং অলিম্পিক ২০২২। অলিম্পিকের আসরকে কেন্দ্র করে করোনা শূন্যের কোটায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তিয়ানজিনে এক কোটি ৪০ লাখ মানুষের বাস। কিছুদিন আগে শহরটিতে ২০ শিশু ও প্রাপ্ত বয়স্কের করোনা পজেটিভ ফলাফল আসে।
এদের মধ্যে দুই শিশুর শরীরে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। এ কারণে রোববার (৯ জানুয়ারি) পুরো শহরের বাসিন্দাদের গণপরীক্ষার আওতায় আনা হচ্ছে।
-এটি