বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ফিলিপাইনে টিকা না নিলে গ্রেপ্তারের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড করেছে। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২১ হাজার ৮১৯ জন।

আক্রান্তের পজেটিভ হার শতকরা ৪০ ভাগ। এই সংখ্যা সেখানে সর্বকালের সর্বোচ্চ। এ অবস্থায় কঠোর বিধিনিষেধের অধীনে যেসব মানুষ করোনার টিকা নেননি অথচ বাড়ির বাইরে গিয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

গত শনিবার (১ জানুয়ারি) দেশটিতে করোনায় আক্রান্ত হন ৩৬১৭ জন। তারপর থেকে প্রতিদিন বাড়ছেই এ সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্রান্তের পজেটিভ শতকরা হার নির্ধারণ করেছে ৫ ভাগ।

কিন্তু ফিলিপাইনে সেই হার টপকে বহুদূর গিয়েছে। সেখানে আক্রান্তের পজেটিভ হার এখন ৪০ ভাগ। ১৭ই অক্টোবরের পর সেখানে সরকারি হিসাবে সক্রিয় আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে ৭৭ হাজার ৩৬৯ জন।

নতুন করে মারা গেছেন ১২৯ জন। এ নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৭১। তবে মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে বলা হচ্ছে।

সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন দেশটির রাজধানী ম্যানিলা, আশপাশের শহর ও উপশহরগুলোতে। স্বাস্থ্যকর্মীরা ও নিরপেক্ষ বিশেষজ্ঞরা এরই মধ্যে সতর্ক করেছেন যে, সেখানে সামনের কয়েকদিনে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে।

এ মাসের শেষের দিকে পিকে বা সর্বোচ্চে পৌঁছাতে পারে। হঠাৎ করে সেখানে করোনা পজেটিভ বৃদ্ধির ফলে প্রেসিডেন্ট দুতের্তে টিকা না নেয়া ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। আগে থেকে রেকর্ড করা এক ভাষণে তিনি বলেছেন, জাতীয় পর্যায়ে জরুরি অবস্থা এটা। আমরা টিকা না নেয়া ব্যক্তিরা বাইরে যাওয়া থেকে বিরত থাকবো, এটা আমার অবস্থান।

এ বিষয়ে তিনি গ্রামপ্রধানদের নির্দেশ দিয়েছেন। বলেছেন, যারা টিকা নেননি তাদের বিষয় দেখভাল করতে। প্রথমে তাদেরকে অনুরোধ করতে বলা হয়েছে। যদি তাতেও বাসায় থাকতে না চায় তাহলে তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। দুতের্তে বলেছেন, যদি টিকা না নেয়া ব্যক্তিরা ঘরের বাইরে যাওয়া থেকে বিরত না হয়, তাহলে তাদেরকে বাধ্য করুন। যদি তাতেও তিনি বিরত না হন, তাহলে তাদেরকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হলো কর্মকর্তাদের।

ফিলিপাইনে জনসংখ্যা ১১ কোটি। সেখানে টিকা চালু হয়েছে স্বেচ্ছাভিত্তিতে। এ পর্যন্ত অর্ধেক জনসংখ্যা এই টিকা নিয়েছেন। বাকিদের টিকা নিতে সনির্বন্ধ অনুরোধ করেছেন দুতের্তে।

নাগরিকদের উদ্দেশে তিনি বলেছেন, যদি আপনি টিকা না নেন, তাহলে সবাইকে বিপদে ফেলছেন। তিনি আরো বলেন, এই ভাইরাস এখন আমাদের সম্প্রদায়কে, আমাদের দেশকে এবং বিশ্বকে গ্রাস করছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ