আওয়ার ইসলাম ডেস্ক: কাজাখস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান করিম মাসিমভকে আটক করা হয়েছে।
আজ শনিবার কাজাখস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে, করিম মাসিমভকে রাষ্ট্রদ্রোহের অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে। তাকে একটি কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
এক বিবৃতি কাজাখস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে, ‘বৃহস্পতিবার করিম মাসিমভের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত শুরু হয়। এছাড়া এ বিষয়টিও জানানো হয়েছে যে তাকে একটি কারাগারে হস্তান্তর করা হয়েছে ‘ তিনি এখন ওই কারাগারেই বন্দী অবস্থায় আছেন।
করিম মাসিমভকে ২০১৬ সালে নিয়োগ দেয়া হয়। পরে সমগ্র কাজাখস্তানজুড়ে গণআন্দোলন শুরু হলে জানুয়ারির ৬ তারিখে তাকে বরখাস্ত করা হয়। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তাকে অপসারণ করেন।
গত সপ্তাহে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বৃদ্ধির কারণে তেল-গ্যাস সমৃদ্ধ দেশ কাজাখস্তানে জনবিক্ষোভ দেখা দেয়। সূত্র: আনাদোলু এজেন্সি
-এটি