বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আফগানদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়কে মোল্লা বারাদারের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের জনগণকে সাহায্য করার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানালেন দেশটির প্রধানমন্ত্রীর প্রধান সহকারী মোল্লা আব্দুল গনি বারাদার।

তিনি বিভিন্ন বিদেশী দেশকে বলেছেন, আফগানিস্তানের রাজনীতি নিয়ে চিন্তা না করে দেশটির জনগণকে সহায়তা করার জন্য। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।

আফগানিস্তানের সরকারি গণমাধ্যম আরটিএতে প্রচারিত এক ভিডিও বার্তায় মোল্লা আব্দুল গনি বারাদার বলেন, আফগানিস্তানের জনগণ একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কারণ, একদিকে পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তানের ওপর বিভিন্ন কঠোর অবরোধ আরোপ করেছে, অপরদিকে বিগত ২০ বছরে (পশ্চিমা মদদপুষ্ট দুর্নীতিবাজ আফগান সরকার) দেশটিতে এমন কোনো অবকাঠামো নির্মাণ করেনি যাতে করে জনগণকে চাকরি দেয়া যায়। এসব কারণে এখন আফগানিস্তানের জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আফগানরা এখন নগদ টাকা, আশ্রয় ও খাদ্যের অভাবে ভুগছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের জনগণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন। এখনই আফগানদের জরুরি মানবিক সাহায্য দরকার।

মোল্লা আব্দুল গনি বারাদার আরো বলেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের সকল দুর্ভোগ মোকাবেলা করতে প্রস্তুত। তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের সকল মন্ত্রণালয় ও সরকারি বিভাগগুলোকে নির্দেশ দিয়েছে যেন দেশটির জনগণকে সাহায্য করা হয়। এ নির্দশনা এমন সময়ে দেয়া হয়েছে যখন আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের নাগরিকরা প্রবল তুষারপাত ও বন্যায় দুর্ভোগ পোহাচ্ছে।

এদিকে আফগান গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা হাফিজ মোহাম্মদ ইয়াকুব বলেছেন, কিছু আফগান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কারণে অনেক ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই অঞ্চলের ব্রিজগুলো ধ্বংস হয়েছে। ওই সব অঞ্চলের জনগণকে জরুরি সহায়তা দেয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ