আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান ও বাংলাদেশ থেকে এসে ভারতের উত্তরপ্রদেশে বসবাসকারী হিন্দুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে দখলদারদের হাত থেকে মুক্ত করা জমিতে। স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এ কথা বলেছেন।
যোগি আদিত্যনাথ আরো বলেছেন, তার সরকার সব সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখছে। ফলে আগের শাসনামল থেকে সব ধরনের প্রক্রিয়ায় একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন হয়েছে।
তিনি আরো বলেন, পাকিস্তান ও ভারত থেকে এসে কয়েক দশক ধরে যেসব হিন্দু মেরুতে বসবাস করছেন, তাদের নিজের বাড়ি নির্মাণের কিংবা জমি কেনার সামর্থ্য নেই।
তিনি আরো বলেন, এ ধরনের ৬৩ হিন্দু বাঙালি পরিবারকে দুই একর জমি দেওয়া হয়েছে। তাদের প্রত্যেক পরিবারকে ২০০ স্কয়ারফুট করে জমি দেওয়া হয়েছে বাড়ি করার জন্য। জমিগুলো 'ভূমি মাফিয়া'দের কাছ থেকে সরকারিভাবে উদ্ধার করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী বলেছেন, জমিগুলো দখলদারদের কাছ থেকে মুক্ত করা হয়েছে এবং ভূমি ব্যাঙ্কের অধীনে আনা হয়েছে। এই জমিতে স্কুল, শিল্প এবং অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ব্যবস্থা করা হবে।
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য মতে, রাজ্য সরকারের কাছে বর্তমানে পুনরুদ্ধার করা জমির পরিমাণ ৬৪ হাজার ৩৬৬ হেক্টর। এটি দরিদ্রদের বাড়ি তৈরির জন্য বরাদ্দ করা হচ্ছে।
সূত্র : ডেকান হেরাল্ড।
এনটি