আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে হত্যার কোনো পরিকল্পনা ছিল না বলে জানিয়েছেন তালেবান সরকারে উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার। রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএ’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন।
আব্দুল গনি বারাদার এমন এক সময় এই মন্তব্য করলেন যখন তালেবানের ক্ষমতা গ্রহণের মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি।
সম্প্রতি বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে আশরাফ গনি বলেন, ১৫ আগস্ট যখন ঘুম ভাঙে তখন তিনি জানতেন না যে এটিই আফগানিস্তানে তার শেষ দিন হবে। উড়োজাহাজ যখন ছাড়ল কেবল তখনই বুঝতে পেরেছিলেন যে তিনি আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছেন।
এছাড়া দেশ ছেড়ে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবার পর এক সাক্ষাৎকারে আশরাফ গনি দাবি করেন, গোয়েন্দা সংস্থাগুলো তাকে খবর দিয়েছিল যে, কাবুল নিয়ন্ত্রণের পরপরই তাকে হত্যা করবে তালেবান।
তবে আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার বলছে, গত বছরের আগস্ট মাসে কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার সময় তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনিকে হত্যা করার কোনো পরিকল্পনা তাদের ছিল না।
তালেবান সরকারের উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেন, আশরাফ গনিকে হত্যা করার কোনো পরিকল্পনা তাদের ছিল না। আফগানিস্তানের বহু রাজনীতিবিদ ও নেতা এখন দেশেই বসবাস করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
এ কথা দ্বারা আব্দুল গনি বারাদার আশরাফ গনি সরকারের দুজন শীর্ষস্থানীয় কর্মকর্তা হামিদ কারজাই ও আব্দুল্লাহ আব্দুল্লাহর প্রতি ইঙ্গিত করেছেন যারা গনি সরকারের পতনের পরও দেশত্যাগ করেননি।
তবে গনির সঙ্গে তার সাত ঘনিষ্ঠ উপদেষ্টা এবং তার মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তান ছেড়ে পালিয়ে যায়।
এনটি