বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাহরাম ছাড়া নারীদের ভ্রমণ নিষিদ্ধ করলো তালেবান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে সদগুণ প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধ (আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার) বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে কোনও মাহরাম পুরিষ অভিভাবক ছাড়া কোনও নারীকে দূরে কোথাও ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

গত রোববার (২৬ ডিসেম্বর) এনডি টিভির করা প্রতিবেদন থেকে জানা যায়, স্বল্প দূরত্ব ছাড়া অন্য যে কোনও স্থানে ভ্রমণ করতে চাইলে নারীদের অবশ্যই তাদের কোনও পুরুষ অভিভাবককে সঙ্গে রাখতে হবে।

নিষেধাজ্ঞায় নারীদের পুরুষ অভিভাবকের সঙ্গে ভ্রমণের নির্দেশনাসহ বিভিন্ন পরিবহনে যেন ইসলামিক হিজাব ছাড়া কোনও নারীকে ভ্রমণের সুযোগ দেওয়া না হয় সেই আহ্বান জানানো হয়েছে।

আরও জানানো হয়, ৪৫ মাইলের (৭২ কিলোমিটার) বেশি দূরত্বে কোনও নারীর ভ্রমণের জন্য অবশ্যই পরিবারের একজন পুরুষ সঙ্গীকে সঙ্গে থাকতে হবে নয়ত কোন যানবাহন তাকে ভ্রমণের সুযোগ দেবে না।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক আকিফ মুহাজির এসব কথা জানান। বিভিন্ন সোশ্যাল মিডিয়া আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোর নাটক ও সোপ অপেরায় নারীদের দেখানো বন্ধ করার নির্দেশ দেয় মন্ত্রণালয়। এই নতুন নির্দেশনার কিছুদিন আগেই, টেলিভিশনে উপস্থাপনায় অংশ নেওয়া নারীদের হিজাব পরারও আহ্বান জানিয়েছে ওই মন্ত্রণালয়।

মুহাজির আরও বলেন, যানবাহনে চলাফেরার সময়ও নারীদের হিজাব পরতে হবে। এছাড়া বিভিন্ন যানবাহনে গান বাজানোর ওপরও নিষেধাজ্ঞা আনা হয়েছে।

আফগানিস্তানের বেশিরভাগ নারীই হিজাব বা নিকাব ব্যবহার করেন। তাই তাদের কাছে এই নিয়ম নতুন কিছু নয়। গত আগস্টে রাজধানী কাবুল দখলের পর মূলত পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তারপর থেকেই নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ