আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় প্রথমবারের মতো করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনে এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে কর্মকর্তা মাজদি দাইর বলেন, উপকূলীয় অঞ্চলে বসবাসকারী এক ফিলিস্তিনি ভাইরাসটি বহন করছেন। এখন তা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। গত মাসে দক্ষিণ আফ্রিকা ও হংকংয়ে প্রথম ওমিক্রন শনাক্ত হয়েছিল। গাজার স্বাস্থ্য ব্যবস্থা নাজুক থাকায় এই সংক্রমণ উপত্যকাটিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
মাজদি দাইর বলেন, আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ওমিক্রন দ্রুতই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
২২ লাখ জনসংখ্যার অবরুদ্ধ উপত্যাকাটিতে এক লাখ ৮৯ হাজার ৮৩৯ জন আক্রান্ত হয়েছেন করোনায়। তাদের মধ্যে এক হাজার ৬৯১ জনের মৃত্যু হয়েছে।
-এএ