মুযযাম্মিল হক উমায়ের।।
হামদ ও সালাতের পর। তোমরা শোনে রেখো! আমার উপর খেলাফতের ভার দেয়া হয়েছে৷ আমিও তা গ্রহণ করেছি৷ আমি শরীয়তের বিধানের অনুসরণকারী৷ বিদআত সৃষ্টিকারী নই৷ তোমরা কুরআনুল কারীম ও সুন্নতে নববীর উপর পুরাপুরি চললে, আমার উপর তোমাদের তিনটি হক রয়েছে৷
১. যেসব বিষয়ে মুসলমানদের ঐক্য আছে, সেসব ক্ষেত্রে আমি আমার পূর্বসুরীদের অনুসরণ করবো৷ ২. যেসব ক্ষেত্রে মুসলমানদের ঐক্য নেই, সেসব ক্ষেত্রে আমি সৎ ও কল্যাণকামী লোকদের নীতি-আদর্শের উপর চলবো৷
৩. তোমরা যতোক্ষণ পর্যন্ত নিজের কাজ দ্বারা নিজেদের উপর কোন অপরাধ চাপিয়ে না নিবে, ততোক্ষণ পর্যন্ত আমি তোমাদের কোন বিষয়ে হস্তক্ষেপ করবো না৷
তোমরা শোনে রেখো! আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া দিয়েছেন, পরকালের পাথেয় সংগ্রহ করার জন্যে৷ এইজন্যে দেননি যে, তোমরা এখানে দুনিয়া নিয়েই সর্বদাই পড়ে থাকবে৷ কারণ, দুনিয়া অবশ্যই ক্ষণস্থায়ী৷ আর পরকাল চিরস্থায়ী৷ সুতরাং খবরদার!
তোমরা যেনো অস্থায়ী জিনিসের পিছনে পড়ে চিরস্থায়ী জিনিস হাত ছাড়া না করো৷ ক্ষণস্থায়ী বস্তুর উপর চিরস্থায়ী বস্তুকে অগ্রাধীকার দাও৷ কারণ, দুনিয়া হাত ছাড়া হয়ে যাবে৷ কিন্তু দুনিয়ার কাজ-কর্ম আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে বহাল থাকবে৷ সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করো৷ এই ভয়ই একমাত্র আল্লাহ তাআলার পাকড়াও থেকে তোমাদেরকে বাঁচাতে পারে৷ এবং তাঁর নিকটবর্তী করতে পারে৷
হে লোকেরা! আল্লাহ তাআলা অনেক আত্মমর্যাদার অধিকারী৷ সুতরাং এই বিষয়ে সজাগ-সচেতন থাকো৷ নিজের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেয়ো না৷
আল্লাহ তাআলা যে নিয়ামত তোমাদের উপর নাযিল করেছেন, সেটিকে ভুলে যেয়ো না৷ কারণ, যখন তোমরা পরস্পর একে অপরের শত্রু ছিলে, তখন আল্লাহ তাআলাই তোমাদেরকে পরস্পর জুড়ে দিয়েছেন৷ এবং আল্লাহ তাআলার সহস্র দয়া আর অনুগ্রহ দ্বারাই তোমরা একে অপরের ভাই ভাই হয়েছো৷ সুতরাং আল্লাহ তাআলার দেয়া এইসব নিয়ামতের কথা মনে রেখো৷ সূত্র: আকওয়ালে সালফ
-এটি