সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

খলিফা হওয়ার পর প্রজাদের উদ্দেশ্যে হযরত উসমান রা. এর দিক-নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হামদ ও সালাতের পর। তোমরা শোনে রেখো! আমার উপর খেলাফতের ভার দেয়া হয়েছে৷ আমিও তা গ্রহণ করেছি৷ আমি শরীয়তের বিধানের অনুসরণকারী৷ বিদআত সৃষ্টিকারী নই৷ তোমরা কুরআনুল কারীম ও সুন্নতে নববীর উপর পুরাপুরি চললে, আমার উপর তোমাদের তিনটি হক রয়েছে৷

১. যেসব বিষয়ে মুসলমানদের ঐক্য আছে, সেসব ক্ষেত্রে আমি আমার পূর্বসুরীদের অনুসরণ করবো৷ ২. যেসব ক্ষেত্রে মুসলমানদের ঐক্য নেই, সেসব ক্ষেত্রে আমি সৎ ও কল্যাণকামী লোকদের নীতি-আদর্শের উপর চলবো৷

৩. তোমরা যতোক্ষণ পর্যন্ত নিজের কাজ দ্বারা নিজেদের উপর কোন অপরাধ চাপিয়ে না নিবে, ততোক্ষণ পর্যন্ত আমি তোমাদের কোন বিষয়ে হস্তক্ষেপ করবো না৷

তোমরা শোনে রেখো! আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া দিয়েছেন, পরকালের পাথেয় সংগ্রহ করার জন্যে৷ এইজন্যে দেননি যে, তোমরা এখানে দুনিয়া নিয়েই সর্বদাই পড়ে থাকবে৷ কারণ, দুনিয়া অবশ্যই ক্ষণস্থায়ী৷ আর পরকাল চিরস্থায়ী৷ সুতরাং খবরদার!

তোমরা যেনো অস্থায়ী জিনিসের পিছনে পড়ে চিরস্থায়ী জিনিস হাত ছাড়া না করো৷ ক্ষণস্থায়ী বস্তুর উপর চিরস্থায়ী বস্তুকে অগ্রাধীকার দাও৷ কারণ, দুনিয়া হাত ছাড়া হয়ে যাবে৷ কিন্তু দুনিয়ার কাজ-কর্ম আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে বহাল থাকবে৷ সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করো৷ এই ভয়ই একমাত্র আল্লাহ তাআলার পাকড়াও থেকে তোমাদেরকে বাঁচাতে পারে৷ এবং তাঁর নিকটবর্তী করতে পারে৷

হে লোকেরা! আল্লাহ তাআলা অনেক আত্মমর্যাদার অধিকারী৷ সুতরাং এই বিষয়ে সজাগ-সচেতন থাকো৷ নিজের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেয়ো না৷

আল্লাহ তাআলা যে নিয়ামত তোমাদের উপর নাযিল করেছেন, সেটিকে ভুলে যেয়ো না৷ কারণ, যখন তোমরা পরস্পর একে অপরের শত্রু ছিলে, তখন আল্লাহ তাআলাই তোমাদেরকে পরস্পর জুড়ে দিয়েছেন৷ এবং আল্লাহ তাআলার সহস্র দয়া আর অনুগ্রহ দ্বারাই তোমরা একে অপরের ভাই ভাই হয়েছো৷ সুতরাং আল্লাহ তাআলার দেয়া এইসব নিয়ামতের কথা মনে রেখো৷ সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ