বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


সৌদি জোটের পাঁচ ড্রোন ভূপাতিত করার দাবি হুতিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

আল-মাসিরা টিভি জানিয়েছে, শনিবার উত্তরাঞ্চলীয় আল-জাওয়াফ প্রদেশের আকাশ থেকে মার্কিন নির্মিত স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোনটি ভূপাতিত করা হয়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি এক বিবৃতিতে জানিয়েছেন, উপযুক্ত অস্ত্র দিয়ে আমাদের সামরিক বাহিনী মার্কিন নির্মিত স্কাই ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

জাওয়াফ প্রদেশের আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় ড্রোনটি ভূপাতিত করা হয় বলে দাবি করেন তিনি।

ইরনা জানিয়েছে, এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ইয়েমেনের হুতি সমর্থিত বাহিনী সৌদি জোটের এই মডেলের পাঁচটি ড্রোন ভূপাতিত করল।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুতিরা। তারপর থেকেই দেশের বাইরে রয়েছে তিনি।

তাকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

গত পাঁচ বছর ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করে আসছেন ইরান ঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ