আন্তর্জাতিক ডেস্ক: এক ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারী তার ব্যক্তিগত গাড়ির মাধ্যমে এক ফিলিস্তিনি নারীকে হত্যা করেছেন। শুক্রবার পশ্চিম তীরের রামাল্লা শহরের উত্তর-পূর্বের সিনজিল এলাকায় সামনে ওই ফিলিস্তিনি নারীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয় বলে সংবাদ প্রকাশ করেছে সাফা নিউজ এজেন্সি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে সাফা নিউজ এজেন্সি জানিয়েছে, ওই ফিলিস্তিনি নারী যখন তার স্বামীর সাথে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন তখন ওই ইসরায়েলি ইহুদি তাকে গাড়িচাপা দেন। তখন ওই নারী তাৎক্ষণিকভাবে মারা যান। পরে ওই ইসরায়েলি খুনী দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যান।
ওই সিনজিল অঞ্চলের মেয়র হাজেম তাওয়াফশা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘৬৩ বছর বয়সী ওই ফিলিস্তিনি নারীর নাম গাদির ফুকাহা। তিনি তার স্বামীর সাথে সিনজিল এলাকায় সামনে অবস্থান করছিলেন। তখন ওই ইসরাইলি ইহুদি ইচ্ছা করে ওই ফিলিস্তিনি নারীকে সজোরে গাড়িচাপা দিয়ে পালায়।’
এদিকে ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, গাদির ফুকাহা নামের ওই ফিলিস্তিনি নারী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু, এ দুর্ঘটনা সকল তথ্য প্রকাশ করেনি তারা।
সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীদের নিপীড়ন ও সহিংসতা বেড়ে গেছে। তারা সাধারণ ফিলিস্তিনিদের ওপর বিনা কারণে হামলা চালাচ্ছেন। এছাড়া কৃষিজমি, বাড়ি-ঘর ও অন্যান্য সম্পদের ওপরও ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর, ইয়েনি শাফাক।
এনটি