সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

হযরত তালহা বিন উবাইদুল্লাহ রা. এর দানশীলতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।। তিনি ইসলামের শুরুর দিকে ইসলাম গ্রহণ করেন৷ দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জন সাহাবীদের মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন৷

অহুদের যুদ্ধে যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে দৃঢ় থেকে যুদ্ধ করেছিলেন, তিনি তাঁদেরই একজন৷ এবং নিজের হাত এবং জান দ্বারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কাফেরদের আক্রমন থেকে রক্ষা করেছিলেন৷

হাতে অধিক তীর লেগে যাওয়ার কারণে অবশেষে হাতটি অবস হয়ে গিয়েছিলো৷ এবং শরীরে চব্বিশটি আঘাতের চিহৃ ছিলো৷ যার কারণে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাঁর নাম দিয়েছিলেন ‘তালহাতুল খায়র’ তথা কল্যাণকামী তালহা৷

তিনি দৈনিক এক হাজার দেরহাম খরচ করতেন৷ একদিন তিনি এক লাখ দেরহাম সদকাহ করেন, অথচ সেদিন মসজিদে পরে যাওয়ার মতো তাঁর কাছে কোন জামা ছিলো না৷ তথাপি তিনি সেই টাকা থেকে কোন জামা ক্রয় করেননি৷ বরঞ্চ সবগুলো টাকা তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে সদকাহ করে দিয়েছিলেন৷

তিনি বলতেন, যারা ঘরে টাকা-পয়সা রেখে রাত যাপন করে, তারা মূলত ধোঁকায় আছে৷ কারণ, তারা জানেনা রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর কোন ধরনের বিপদ চেপে বসে৷
তাঁর অবস্থা ছিলো, টাকা হাতে আসলে মানুষদের মধ্যে ভাগ না করে দেয়া পর্যন্ত তাঁর ঘুম আসতো না৷

তাঁর স্ত্রী সু‘দা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন তিনি চিন্তিত অবস্থায় ঘরে আসেন৷ আমি কারণ জানতে চাই৷ উত্তরে বলেন, আমার কাছে অনেক সম্পদ জমে গেছে, আমি সেগুলো নিয়েই চিন্তিত আছি৷ স্ত্রী বললেন, এতে চিন্তার এমন কী আছে? ব্যস, এগুলো দান করে দেন, তাহলেই তো সব সমাধান হয়ে যায়৷ স্ত্রীর কথা শুনে তিনি সমস্ত সম্পদ দান করে দেন৷ একটি দেরহামও তিনি নিজের কাছে রাখেননি৷ তাঁর সম্পদ সংরক্ষণকারীর বর্ণনা হলো, সেদিন তিনি চার লাখ দেরহাম দান করেছিলেন৷ সুবহানাল্লাহু তাআলা৷

তিনি ৩৬ হিজরীতে জামাল এর যুদ্ধে শাহাদাত বরণ করেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন৷ তাঁর কবর বসরায় অবস্থিত৷ মানুষ যিয়ারতের জন্যে সেখানে যায়৷ রাদিয়াল্লাহু তাআলা আনহু৷

সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ